সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেকেন্দার মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ। পরে আসামিকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জনপ্রতিনিধি হয়ে ন্যস্ত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাসমূহ সঠিকভাবে জনগণের মাঝে বণ্টন না করে অবৈধভাবে টাকা গ্রহণ করার বিনিময়ে কার্ড বিতরণ করে অবৈধভাবে অর্থগ্রহণ করেন। মামলায় দণ্ডবিধির ১৬১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এজাতীয় আইনী কার্যক্রম অব্যহত রাখা হবে। ত্রাণ বিতরণে তালিকা প্রস্তুত, সরবরাহসহ সকল কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।
দুদক চেয়ারম্যান বলেন, আসুন আমরা সবাই সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করি। এই মহাদুর্যোগের সময় সর্বোচ্চ মানবিকতার উদাহরণ সৃষ্টি করি।