পোকামাকড়, তেলাপোকা থেকে শুরু করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি মিষ্টি রাখার দায়ে মিষ্টি তৈরির প্রতিষ্ঠান \’রস\’কে চার লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজধানীর কাজলায় রসের কারখানায় অভিযান চালিয়ে এ সাজা দেয়া হয়। রসের বিরুদ্ধে অভিযোগ, কারখানার ফ্রিজে বাসি মিষ্টি রেখে নতুন মিষ্টির সাথে মিশিয়ে বাজারে বিক্রি করছিলো। একইসঙ্গে নতুন মিষ্টি তৈরির কাঁচামালে এবং মিষ্টি তৈরির পর যেসব পাত্রে রাখা হয়, সেসব স্থানে তেলাপোকা ছাড়াও পোকামাকড় পাওয়া গেছে।
যে তারিখে মিষ্টি উৎপাদন করা হয়, প্যাকেটে একদিন এগিয়ে উল্লেখ করা হয়। পুরো রমজানজুড়েই অন্যান্য সংস্থার সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও ভেজালবিরোধী অভিযান চালাচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, \’যেখানে মিষ্টি গুলা বানানো হচ্ছে সেখানে আমরা ফড়িং পেয়েছি। এ ফড়িং আসলো কি ভাবে? সবচেয়ে বড় বিষয় হলো পণ্যের উৎপাদণ তারিখের স্থানে, একদিন আগের তারিখ লেখা হয়। আজ ২১শে মে কিন্তু তাদের সব পণ্য প্রস্তুত করে লেবেলে ২২শে মে তারিখ লেখা হচ্ছে।\’