রাজধানী মিরপুরের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। রবিবার (১৯ মে) মিরপুর-১ এর প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন তিনি।
পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানী জুড়ে শুরু হয়েছে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত। তার অংশ হিসেবে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর মিরপুর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ভ্রাম্যমাণ আদালত পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মিরপুর-১ এর প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
এছাড়াও মিরপুর-২ এর মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও পূর্ণিমা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করে আদালত।