রোজায় খাদ্যে ভেজালবিরোধী অভিযানে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোনেশনের (ডিএসসিসি) বাজার মনিটরিং টিম। অভিযানে ডিএসসিসির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দেশি গরুর মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১১টা থেকে ডিএসসিসির আওতাধীন সেগুনবাগিচা কাঁচাবাজারের হাজী আফজাল গোস্ত বিতানের মালিক আফজালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টিমের ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসির নির্ধারিত দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা হলেও ওই দোকানে মাংস বিক্রি করা হচ্ছিল ৫৫০ টাকায়। এ অপরাধে তাকে জরিমানা করা হয়।
ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিট্রেট মিজানুর রহমান বলেন, রোজায় বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোনেশনের (ডিএসসিসি) বাজার মনিটরিং টিম অভিযানে নেমেছে। অভিযানে এখন পর্যন্ত সুপারশপ আগোরা ও সেগুনবাগিচা কাঁচাবাজার পরিদর্শন করেছি। সেগুনবাগিচা কাঁচাবাজারে বেশকিছু অনিয়ম দেখা গেছে। এর মধ্যে একজন মাংস ব্যবসায়ীকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দেশি গরুর মাংস বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, বাজার মনিটরিংয়ে ডিএসসিসির ৫টি টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। শান্তিনগর, কাপ্তানবাজার, ধরপুর ও লালবাগ এলাকায় টিম বাজার মনিটরিং করছে বলে জানান তিনি। অভিযানে সহায়তা করছেন বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃপক্ষ।