১৯৯ রানে এলগারকে থামালেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানের হাত ধরে তৃতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ। ১৯৯ রাতে থাকা ডিন এলগারকে বিদায় করলেন এই টাইগার সেনসেশন। দলীয় ৪৪৫ রানের মাথায় দ্বিশতক থেকে একহাত দূরে থাকা এলগারকে শর্ট ডেলিভারির ফাঁদে ফেলেন ফিজ। ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় বল উপরে উঠে যায়। তাতেই মুমিনুলের হাতে ক্যাচবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় এলগারকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৫৮ রান। এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশন নিষ্ফলাই কেটেছে টাইগারদের। ১ উইকেটে ৪১১ রান রেখে হাসিমুখেই লাঞ্চে যায় প্রোটিয়ারা।

পচেফস্ট্রুমে মুদ্রা লড়াইয়ে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া কতটা ঠিক ছিল, সেটা প্রথম দিনই টের পায় মুশফিক-মিরাজরা। প্রথম সেশনে উইকেটবিহীন থাকার পর দ্বিতীয় সেশনে এক উইকেট। তাও, রান আউটের বদৌলতে। আর দিনের শেষটা কেটেছে হাশিম আমলা এবং ডিন এলগারের ব্যাটিং ঝলকানি দেখে। স্কোরবোর্ডে ১ উইকেটে ২৯৮ রান জমিয়ে প্রথম দিন শেষ করেন আমলা (৬৮) ও এলগার (১২৮)।

প্রায় ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে টাইগাররা। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। তাছাড়া ২০০২ সালে এই মাঠে সবশেষ টেস্ট হয়েছিল। ওই ম্যাচটিতেও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সবমিলে ১৫ বছর পর আবারও পচেফস্ট্রুমে মুখোমুখি হলো দুই দল।

আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। অদ্যাবধি দুই দলের ১০ বারের দেখায় ৮টিই জিতেছে আফ্রিকা। দুটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top