সকালে পিচ রিপোর্টে বলা হয়েছিল উইকেট শুকনো ও ব্যাটিং সহায়ক। কিন্তু সব জেনে শুনেও কী বুঝে টস জিতে ফিল্ডিং নিলেন মুশফিক! তার কোনো ব্যাখ্যা নেই।
খেলা শুরুর আগের দিন উইকেট দেখে এসে মুশফিক নিজেই বলেছিলেন, ‘দেখে মনে হল উইকেট একটু বেশিই শুকনো। আমার মনে হয়, খুব ভলো ব্যাটিং উইকেট হবে। দুই-তিনদিন পর হয়তো স্পিনাররা একটু সহয়তা পাবে, যা আমাদের জন্য ভালো হবে। আমরা ভালো শুরু এবং ছন্দটা ধরে রাখতে চাই।’
সকালে টসে ভাগ্যটাও বাংলাদেশের অনুকূলে ছিল। টস জিতেছে বাংলাদেশ, মুশফিকের মুখে হাসি। কিন্তু তার সিদ্ধান্ত শুনে সবাই হতবাক। সিদ্ধান্তটা কী অধিনায়কের নাকি টিম ম্যানেজমেন্টের মস্তিষ্কপ্রসূত, এখন তাই ভাববার বিষয়।
৬ষ্ঠ ওভারে যখন স্পিনার মিরাজের হাতে বল তুলে দেন মুশফিক, পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের পরিকল্পনা মাঠে মারা গেছে।
সময় যত গাড়িয়েছে, আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে মুশফিকের সিদ্ধান্ত। নেটফল- দক্ষিণ আফ্রিকার ১৯৬ রানের উদ্বোধনী জুটি। অথচ টেস্টে আগের ১৬ ইনিংসে দক্ষিণ আফ্রিকার কোনো উদ্বোধনী জুটি ৫০ রানও ছুঁতে পারেনি।
বাংলাদেশ সময় : ১১৪২ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ