টস জিতে ফিল্ডিং নেওয়া ঠিক ছিল : সাব্বির রহমান

মুশফিকুর রহিমের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন প্রতিপক্ষ অধিনায়ক ফাফ দু প্লেসি। দিন যত গড়িয়েছে তত বোঝা গেছে, সিদ্ধান্ত কতটা ভুল ছিল। তবে প্রথম দিনের খেলা শেষেও সাব্বির রহমান বলছেন টস জিতে ফিল্ডিং নেওয়ায় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়।

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বৃহস্পতিবারের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৯৮/১। শতক করে অপরাজিত ডিন এলগার। হাশিম আমলা অপরাজিত ৬৮ রানে।

মুশফিকের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যতটা অবাক করা তার চেয়ে বিস্ময়কর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাব্বিরের ব্যাখ্যা।

“আপনি এসেছেন দক্ষিণ আফ্রিকায় খেলতে। টস জিতে অবশ্যই ফিল্ডিং নিবেন। যে কোনো অধিনায়কই নেবে। এখানে বলারও কিছু নাই।”

দক্ষিণ আফ্রিকায় টস জিতে ১৫৬ বার ব্যাটিং নিয়েছেন অধিনায়ক। মুশফিকের এবারেরটি সহ ফিল্ডিং নেওয়া হয়েছে ৬৫ বার।

প্রথম দিনটা খুব হতাশায় কেটেছে বাংলাদেশের। সাব্বির জানান, শুরুতে উইকেট পেলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারতো।

“প্রথম টেস্টের প্রথম দিন, টস জিতে ফিল্ডিং নিয়েছি অবশ্যই কিছু করার জন্য। এক-দুই ঘণ্টা যাওয়ার পর দেখলাম ফ্ল্যাট উইকেট। তখন ঠিক করলাম রান চেক করতে হবে। তখন যতটা পারা যায় রান বেঁধে রাখার চেষ্টা করেছি।”

শুরুর পরিকল্পনার ঘাটতি প্রথম দিনে আর পুষিয়ে নিতে পারেনি বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে যে চিত্র, দ্বিতীয় দিন বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়।

বাংলাদেশ সময় : ২২৩৯ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top