সিরিজে সমতা আনতে পারবে গেইলরা?

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দুইটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ এবং একটি খেলা পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ, ইতোমধ্যে সিরিজে বেঁচে আছে গেইলরা। বাকি ম্যাচ দুইটিতে ফিরতে পারে কিনা উইন্ডিজরা সেটাই দেখার পালা। সিরিজের প্রথম ম্যাচ হারার পরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে আগামী আইসিসি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ।

আজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের চতুর্থ ম্যাচ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। এটি দিবারাত্রির ম্যাচ।

এই ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ড দলের বেন স্টোকস ও আলেক্স হেলস। কারণ, অলরাউন্ডার বেন স্টোকসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ব্রিস্টলে নাইটক্লাব দুর্ঘটনার পর এক ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, স্টোকসেরও হাতে ইনজুরি হয়েছে। এই ঘটনার সময় বেন স্টোকসের সঙ্গে ছিলেন আলেক্স হেলস। পুলিশকে তদন্ত কাজে সহায়তা করার জন্য তিনি এই ম্যাচে খেলতে পারবেন না।

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। ওই ম্যাচে ৭৩ রান করেছিলেন স্টোকস। ম্যাচের দিন রাতে ওই ঘটনা ঘটেছে। স্টোকসকে কারাগারেও রাখা হয়েছিল। কিন্তু পরে তাকে কোনও অভিযোগ না এনে ছেড়ে দেয়া হয়। এখন ঘটনাটির তদন্ত চলছে।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জ্যাসন রায়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওয়েকস, আদিল রশীদ, লিয়াম প্লানকেট, ডেভিড উইলে, জেক বল।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, এভিন লিউইস, শাই হোপ (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, জ্যাসন মোহাম্মেদ, রভম্যান পাওয়েল, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, জেরোম টেইলর, মিগুয়েল কামিন্স।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top