পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্মিথরা। অজি দলে ফিরেছেন অ্যারন ফিঞ্চ। পাঁচ ম্যাচের সিরিজে দুইটিতে এগিয়ে ভারত। বাকি আরও তিনটি ম্যাচ। তবে ৩য় ম্যাচটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উভয় দলের কাছে।
এবারের সিরিজে এক রকমের কোণঠাসাই হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ চান সিরিজটাকে বাঁচিয়ে রাখতে।
অপরদিকে, ভারতের অধিনায়ক বিরাট কোহলি চান এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে।
অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার সাংবাদিকদের জানান, ‘‘এই উইকেটটা ব্যাটিংয়ের পক্ষে দারুণ। মাঠটাও ছোট। মনে হচ্ছে বড় রানের খেলা হবে।’’
ভারত এই মাঠে ওয়ানডে ইনিংসে ৪১৮ রানও তুলেছিল। তাই ডেভিড ওয়ার্নারের কথা উড়িয়ে দেওয়া যায় নি। তবে আগের ম্যাচ গুলোতে তেমন সুবিধা করে উঠতে পারেনি অস্ট্রেলিয়া।
ভারতীয় ওপেনার রাহানে বলছেন, ‘‘মাঠটা ছোট হলেও আমরা সব বিভাগে যেমন ভাল খেলার চেষ্টা করব। ওদের হাল্কা ভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। ওরা ভালোভাবে খেলবে ধরেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামব আমরা।’’
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ