ঝড়ো সেঞ্চুরিতে টি-টোয়েন্টির নতুন রেকর্ড গড়লেন আফ্রিদি (ভিডিওসহ)

আফ্রিদি থেকেও যেন বুম বুম আফ্রিদি একটু বেশি জনপ্রিয়। কারণ তার বৈশিষ্ট্য তিনি মাঠে নামবেন। বুম বুম আফ্রিদি তাকে এই জন্যই বলা হয়, তিনি যখন মাঠে নামেন আর তখনই শুরু হয় ব্যাটিং ঝড়। ঝড়ের গতীতে চলে তার ব্যাট। হয়তো একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি। না হয় সোজা প্যাভিলিয়ন।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টিতে তকমা লাগানো সাড়া জাগানো খেলোয়াড় হলেও এতোদিন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ছিলো না কোন শতক। তবে সেটাও করে নিলেন। টি-টোয়েন্টিতে শতকের প্রথমবার রেকর্ড করলেন তিনি।

ডার্বির কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ইংলিশ কাউন্টি ক্রিকেটের প্রথম কোয়াটারফাইনালে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।হ্যাম্পশায়ারের হয়ে ওপেনিং করতে নেমে এদিন ঝড় তুলেন বুম বুম আফ্রিদি। ০০ জার্সি পরিহিত আফ্রিদি ৭ ছক্কায় ১০ চারে ৪৩ বলে ১০১ রান করেন।

তার ঝড়ো শতকের উপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রান করে হ্যাম্পশায়ার। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে ডাম্বিশায়ার। এতে ১০১ রানের বিশাল জয় পায় আফ্রিদিরা।

ভিডিও 

https://youtu.be/2W6OId0a8rU

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এস