বাংলাদেশ দলের জন্য সুসংবাদ!

এখন দক্ষিন আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। তবে এই প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন টাইগার ওপেনার তামিম ইকবাল। এইদিকে তামিম ইকবালের ইনজুরি কাটতে না কাটতেই আরেকটি বিপদ হানা দিয়েছে টাইগার শিবিরে। জানা গেছে, এবারে ইনজুরির শিকার হয়েছেন আরেক টাইগার ওপেনার সৌম্য সরকার। প্রস্তুতি ম্যাচ চলাকালীন সময়ে যাবে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছে সৌম্য।

তবে তামিম-সৌম্যর চোট নিয়ে দুদিন অবশ্য বেশ লুকোছাপা করেছে টিম ম্যানেজমেন্ট।

তবে আজ ম্যাচ শেষে দলের ফিজিও থিহান চন্দ্রমোহন যা বললেন, তাতে কেবল উদ্বেগ প্রশমিত হতেই পারে।

এ নিয়ে চন্দ্রমোহনের আশা, পচেফ্স্ট্রুমে প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন এই দুই ড্যাশিং ওপেনার। আরও বলেন, ব্যাটিং করতে নেমে পেশিতে হালকা চোট পেয়েছে তামিম। তবে এই সপ্তাহে সে অনুশীলন শুরু করবে। সেই সঙ্গে আশা করি তাকে টেস্টে পাওয়া যাবে। অন্যদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়া সৌম্যকে সাবধানতার জন্য মাঠের বাইরে রাখা হয়েছে। তবে এই সপ্তাহে সেও অনুশীলন শুরু করবে।

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top