অজি সিরিজের প্রথম ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন মুমিনুল হক। তাই ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় উঠে। ঠিক একই দিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় হাজির হন বাংলাদেশ দলের চার জ্যৈষ্ঠ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। অবশ্য প্রসঙ্গ শুধু মুমিনুল নয়, পাওনা অর্থের হিসাবও ছিলো।
দেশের শীর্ষ একটি দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। জানা গেছে, মাশরাফিরা ওই রাতে বিসিবি সভাপতির সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সাড়ে চার লাখ ডলার প্রাইজমানি বুঝে পাওয়ার ব্যাপারে আলাপ করেন। সব দেশেই প্রাইজমানি ক্রিকেটাররা পেয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় বিসিবি সভাপতিও চারজনকে আশ্বস্ত করেছেন।
এসময় উঠে আসে মুমিনুল ইস্যুও। বোর্ড সভাপতিই এ বিষয়ে জানতে চান তাদের কাছে। উত্তরে মুখ খুলেছেন একজন। পাপনকে দেওয়া তার অভিমত হলো, দলটা ১৫ জনের করে মমিনুলকে রাখলেই ভালো হতো। বাকি তিনজনও এই মন্তব্যে সম্মতি প্রকাশ করেন। তবে একজন বাড়েনি। মোসাদ্দেক হোসেন সৈকতকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে মুমিনুলকে।
মুমিনুলকে বাদ দেওয়া হলে গণমাধ্যমসহ সাধারণ ক্রিকেটভক্তদের চরম সমালোচনার মুখে পড়ে নির্বাচকরা। পরবর্তীতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মুমিনুলকে ছাঁটাইয়ের দায় হিসেবে ইঙ্গিত দেন কোচ চান্দিকা হাতুরুসিংহের দিকে।
এর আগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েই সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। পুরস্কার হিসেবে তাদের পাওনা সাড়ে চার লক্ষ ডলার প্রাইজমানি। যা বাংলাদেশি মানে তিন কোটি ৬৬ লক্ষ টাকারও বেশি। সব দেশের ক্রিকেটাররা এই অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নিলেও, বাংলাদেশে পুরো অর্থটাই এক পর্যন্ত বোর্ডের কোষাগারে রয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি