মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান।
২০১৩ সাল থেকে জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল প্রকল্প ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে নাম লেখান সাকিব। সেই থেকে শিশুদের জন্য নানা কর্মকাণ্ডে তাকে অংশ নিতে দেখা যায়।
সম্প্রতি তিনি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যান। অসহায় জীবন-যাপন করা শিশুদের সঙ্গে সময় কাটান।
‘আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি। দেখেছি শিশুদের দুর্বিষহ অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন,’ রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ভিভিও বার্তায় বলেন সাকিব।
বাংলাদেশ দল সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রস্তুতি নিলেও সাকিব আল হাসান দেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বিশ্রাম চেয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে সাময়িক ছুটি নিয়েছেন তিনি।