বিশ্ব ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই বিশ্বসেরা অলরাউন্ডারের আসনটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। সময়টাতে অনেক অলরাউন্ডারই সাকিবকে চ্যালেঞ্জ জানিয়েছেন, বারকয়েক টপকেও গেছেন টাইগার তারকাকে। কিন্তু ধরে রাখতে পারেননি অবস্থান। সাম্প্রতিক সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খুব কাছে চলে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
ব্যাটে-বলে সমান কার্যকর স্টোকস আইসিসির পয়েন্ট টেবিলে দ্রুতই ছাড়িয়ে যেতে পারেন সাকিবকে। ইংলিশ অলরাউন্ডার যদি সেটি পারেনও তাতেও স্টোকসকে সেরা মানছেন না তার স্বদেশী নাসের হুসেইন। সাবেকদের কাতারে যাওয়া ইংলিশ গ্রেটের চোখে সাকিবই এগিয়ে, একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে।
এই মুহূর্তে বিশ্বসেরা অলরাউন্ডার কে? তুলনা টানতে স্কাই-স্পোর্টসের এক কলামে সাবেক অধিনায়ক নাসের লিখেছেন, ‘আমার ভোটটা সাকিবকেই দিচ্ছি। স্টোকসের কার্যকারিতা মূলত সাদা বলে। আগামী বছরগুলোতে সে চ্যালেঞ্জিং একজন ক্রিকেটার হয়ে উঠবে, তাতে কোনও সন্দেহ নেই।’
র্যাঙ্কিংয়েই প্রতিফলিত হচ্ছে নাসেরের বক্তব্যের সত্যতা। কেবলমাত্র ওয়ানডে ক্রিকেটেই সেরা পাঁচ অলরাউন্ডারের চারে উঠে এসেছেন বেন স্টোকস। টি-টুয়েন্টির সেরা দশে নিজেকে তুলে নিতে পারেননি এখনো। আর ক্রিকেটের তিন ফরম্যাটেই অবিসংবাদিত ভাবে সেরা অলরাউন্ডারের আসন ধরে রেখেছেন সাকিব।
বিশ্রাম চান বলে আপাতত ছয় মাস টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তাতে সাকিবের ক্রিকেটীয় দক্ষতায় খুব একটা মরচে পড়বে না বলেই মনে করছেন নাসের, ‘আমি জানি যে সাকিব ছয় মাস টেস্ট খেলবে না। কিন্তু উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে তার যে অভিজ্ঞতা তাতে আরও লম্বা একটা সময় ধরে সে পরিপূর্ণ অলরাউন্ডারই থাকবে।’
বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ