বোলিংয়ের অনুমতি পেলেন ক্রেইগ ব্র্যাথওয়েইট

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের সবুজ সঙ্কেত পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ও পার্ট-টাইম অফস্পিনার ক্রেইগ ব্র্যাথওয়েইট। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট চলাকালীন ২৪ বছর বয়সী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উত্থাপিত হয়।

গত ৩১ আগস্ট ইংল্যান্ডের লাফবোরো পরীক্ষাগারে ব্র্যাথওয়েইটের বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রির মধ্যেই ব্র্যাথওয়েইটের ডেলিভারিগুলো সীমাবদ্ধ রয়েছে। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে পুনরায় বোলিংয়ের অনুমতি দিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ টেস্টে এ পর্যন্ত ব্র্যাথওয়েইট ১২ উইকেট দখল করেছেন। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৫ সালে ৬ উইকেট প্রাপ্তির কৃতিত্ব।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top