সাকিব-মুশফিকদের ‘হুমকি’ অজি ক্রিকেটারের

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই টেস্টর প্রথমটি ২৭ আগস্ট শুরু হবে। এর আগে দুই দলই নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন। আজ মিরপুরে হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে বাংলাদেশকে একপ্রকার হুমকি দিয়েই রাখলেন ওজি স্পিনার অ্যাস্টন অ্যাগার।

ঘূর্ণি বলে মুশফিক-সাকিবদের নাজেহাল করতে প্রস্তুত অ্যাগার। ‘চার বছর পর অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলাম। আশা করি এবার সেটা কাজে লাগাতে পারব। বাংলাদেশের বিপক্ষে সিরিজটা স্মরণীয় করে রাখতে চাই। একাদশে জায়গা পেলে ভালো কিছু করে দেখাতে চাই।’

বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার অবশ্য একেবারেই ব্যতিক্রম। একমাত্র তারই অন্যান্য গ্রাউন্ড থেকে উপমহাদেশে রেকর্ড ভালো। অবশ্য এশিয়ায় খেলেছেন মাত্র ২ টেস্ট। তাতে ৩৩.৫০ গড়ে ৬ উইকেট ঝুলিতে আছে অ্যাস্টনের।

উল্লেখ্য, দেশের মাটিতে ৩৬ টেস্টে ৯৬ উইকেট পেতে গড় হয়েছে ৩৯.৬৭। অন্যান্য দেশে ৮ টেস্টে ৪৩.২৭ গড়ে নিয়েছেন বাকি ১৮ উইকেট।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top