কবে দক্ষিণ আফ্রিকা যেতে পারবেন টাইগার পেসার রুবেল হোসেন? এই প্রশ্নের উত্তর রুবেলের নিজের কাছেই নেই। জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দলের সাথে শনিবার বিমানবন্দরে গিয়ে বাড়ি ফিরে আসতে হয় ফাস্ট বোলার রুবেল হোসেনকে। কারণ, আর সবার মতো তার ভিসা থাকলেও দক্ষিণ আফ্রিকা ইমিগ্রেশন কর্তৃপক্ষের রুবেলকে নিয়ে কি যেন সমস্যা আছে! বিমান তাই তাকে নেয়নি।
বিসিবি আশা করছে, এই সমস্যা দ্রুত সমাধান হবে। দক্ষিণ আফ্রিকা বোর্ডও নাকি বিষয়টি নিয়ে বিস্মিত। দুই পক্ষ মিলে সমাধানের চেষ্টা চলছে। তবে এই চেষ্টায় সময় কেটে গেলে ২১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের আগে শুরু তিনদিনের প্রস্তুতি ম্যাচে রুবেলের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
টেস্ট দলে নিজের জায়গাটা পাকা করার চেষ্টা চলছে রুবেলের। জাতীয় দলেও নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টায় আবার। আর এই সময়ে কি এই বিপত্তি। শনিবার বিমানবন্দরে গিয়ে রুবেল জানতে পারেন অন্যরা বিমানে উঠতে পারলেও তিনি উঠতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা ইমিগ্রেশন কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছে। ভিসা হওয়ার পরও তারা তাদের দেশে গমনেচ্ছুদের বিমানে ওঠার \’ওকে\’ সনদ দেয়। উল্টোটাই ঘটেছে রুবেলের ক্ষেত্রে। \’ওকে\’ পাননি। তালিকায় অন্য সবার নাম থাকলেও তার নাম ছিল না বলে এয়ারলাইন্স তাকে নেয়নি।
জানা যায়, রুবেল হোসেন নামের কোনো এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকায় কালো তালিকাভূক্ত। নামের কারণেই রুবেলের এই বিপত্তি কি না! প্রাথমিক ধারণা তেমনটাই। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন, ‘ও কেন কালো তালিকাভূক্ত হবে? বাংলাদেশের হয়ে সব জায়গায়ই তো খেলতে গিয়েছে। যেহেতু গত দুই দিন ওখানে বন্ধ ছিল সেহেতু দেরি হচ্ছে। ওর সমস্যা সমাধানকল্পে গতকাল কাজ হয়েছে। আশা করছি আজ কালের মধ্যে সমাধান হয়ে যাবে। আর সমাধানতো হতেই হবে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাকে বাংলাদেশের দরকার আছে। একটা ভুল বোঝাবুঝি হলে ওকেতো আমরা বঞ্চিত করতে পারি না।’
ফর্ম পূরণের সময় জন্মতারিখ পূরণের জায়গায় কোনো একটা সমস্যা হয়েছে বলে জানিয়েছেন আকরাম, ‘ওর ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ভুলটা দক্ষিণ আফ্রিকা ভিসা অফিসের। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরও দু’একদিন লাগবে।’
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, প্রোটিয়া বোর্ডের সাথে তাদের যোগাযোগ আছে। আর এয়ারলাইন্সও সমস্যা সমাধানে তাদের সহায়তা করছে। তিনি বলেছেন, সমস্যা সমাধান হওয়া মাত্র বিমানে তুলে দেওয়া হবে রুবেলকে।
প্রসঙ্গত, রুবেল দক্ষিণ আফ্রিকা সফরের সিরিজ দিয়ে আবার টেস্ট দলে ফিরেছেন। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু। বাংলাদেশের অন্য পেসাররা হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম এবং শুভাশিস রায়।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ