বাংলাদেশী নারী ক্রিকেটারের ছয় রানে পাঁচ উইকেট!

নারী ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত সূচনা করেছে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। সোমবার ঢাকার সাভারের বিকেএসপিতে লিগের উদ্বোধনী ম্যাচে হিল্লোল যুব সংঘকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে গেল আসরের চ্যাম্পিয়নরা। আর দলের অধিনায়ক রুমানা আহমেদ দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

ম্যাচে ৭.২ ওভার বল করে দিয়েছেন মাত্র ছয় রান। সাথে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। বল হাতে এই লেগস্পিনারের ঘূর্নিতেই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার উড়ে যায়। শুধু রুমানাই নন। রুপালি ব্যাংকের বাকী স্পিনাররাও কম যান না। স্পিনারদের দাপটে মাত্র ৩৬.২ ওভারে ৭০ রানেই অলআউট হয়ে যায় হিল্লোল যুব সংঘ।

শুধু প্রিমিয়ার লিগই নয় এর আগেও রুমানা তার বোলিং যাদু দেখিয়েছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন রুমানা আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে এই অসাধারণ কৃতিত্ব গড়েন রুমানা।

ম্যাচে হিল্লোল যুব সংঘের হয়ে সুরাইয়া তিন্নি ও রানী খাতুন নামের পাশে ১৩ রান করে যোগ করেন। ১২ রান আসে রুমানা শারমিনের ব্যাটে। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি দলের অন্য কেউ। তবে অতিরিক্ত রান থেকে আসে ১৩। এতেই হিল্লোল যুব সংঘের সংগ্রহ ৭০ দাঁড়ায়।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রুপালি ব্যাংক মাত্র নয় ওভারে জয় পেয়ে যায়। দুই ওপেনার সানজিদা ইসলাম ময়না ৫০ ও আয়শা রহমান শুকতারা ১৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top