ক্লাব ক্রিকেট ম্যাচে গড়াপেটার দায়ে দু’বছর নির্বাসিত হলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চামারা সিলভা। চলতি বছরের ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত হওয়া পানাদুরা ক্রিকেট ক্লাব বনাম কালুতারা ফিজিক্যাল কালচার ক্লাবের ম্যাচে একদিনে মাত্র ১৩ ওভারে ২৪টি উইকেট পড়ে। আবার রান রেট ছিল ১০’র বেশি। এরপরই ওঠে অভিযোগ।
ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় পরে তদন্ত শুরু করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চামারার বিরুদ্ধে গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে নিষিদ্ধ করা হল।
আগামী দু’বছর খেলা, কোচিংয়ের পাশাপাশি ক্রিকেট প্রশাসনের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না চামারা।
১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন চামারা। ১১টি টেস্ট এবং ৭৫টি একদিনের ম্যাচ খেলেছেন লঙ্কান জার্সিতে।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা প্রথম ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই শাস্তি পেলেন চামারা। তার মতোই সাজা পেয়েছেন কালুতারা ক্লাবের অধিনায়ক মনোজ দেশপ্রিয়। দু’দলের বাকি খেলোয়াড় ও কোচদের এক বছর করে নির্বাসিত করা হয়েছে। সঙ্গে দু’টি ক্লাবকেই পাঁচ লাখ টাকা করে জরিমানা দিতে হবে।
বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ