টেস্টকে বিদায় জানালেন ডুমিনি

ওয়ানডে ও টি-টুয়েন্টিতে বেশি মনোযোগী হতে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন জেপি ডুমিনি। শনিবার প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যানের সাদা পোশাক তুলে রাখার খবরটা দিয়েছে সেদেশের ‘ইনডিপেনডেন্ট মিডিয়া’। সরে যাওয়ার সংবাদটা নিজেই জানিয়েছেন ৩৩ বছরের ডুমিনি।

গত জুলাইয়ে ইংল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকা দল থেকে বাদ পড়েছিলেন ডুমিনি। তখন থেকেই সাদা পোশাকে ভবিষ্যতটা অনিশ্চিত হয়ে পড়েছিল তার।

বিদায়ী বিবৃতিতে ডুমিনি বলেছেন, ‘অনেকদিন ধরে বিচার-বিবেচনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমি টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। গত ১৬ বছরে দেশের হয়ে ৪৬টি টেস্ট ও কেপ কোবরার হয়ে ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচ দারুণ উপভোগ করেছি। এটা ছিল আমার জন্য সম্মানের।’

রঙিন পোশাকের দুই ভার্সনে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে ডুমিনি বলেছেন, ‘এটা নিশ্চিত যে আমার ক্যারিয়ার শেষ হওয়া থেকে এখনো অনেক দূরে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), সতীর্থ, বন্ধুবান্ধব ও পরিবারের সমর্থন নিয়ে আশা করছি আমাকে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।’

২০০৪ সালে ওয়ানডে অভিষেকের চার বছর পর সুযোগ পান টেস্ট দলে। ডুমিনি পরে ৪৬ টেস্টে ৩২.৮৫ গড়ে ২,১০৩ রান করেছেন। টেস্টে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি এসেছে তার ব্যাটে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top