অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট। সবমিলিয়ে ২০৮ জন বিদেশি ক্রিকেটার ও ১৪০ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্য থেকে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিতে হয়েছে অন্তত দুজন করে বিদেশি ক্রিকেটার ও সাতজন করে স্থানীয় ক্রিকেটার। ড্রাফট শেষে কে কোন দলে সুযোগ পেয়েছেন, সেটা নিয়েই এই আয়োজন।
প্লেয়ার ড্রাফটে মূল আকর্ষণ হিসেবে ছিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ক্যাটাগরির হিসেবে আইকন হিসেবে থাকলেও, বরিশাল বুলস টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় একমাত্র অবিক্রিত \’এ প্লাস\’ ক্রিকেটার হিসেবে তালিকায় নাম ওঠে তার। প্রথম সুযোগেই তাকে দলে ভেড়ায় গেল আসরের রানার্সআপ দল রাজশাহী কিংস।
নূন্যতম সাতজন দেশি ও দুজন বিদেশি ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অতিরিক্ত একজন করে দেশি ও বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এক নজরে দেখে নেই কে কোন দলে সুযোগ পেয়েছেন।
ঢাকা ডায়নামাইটস:
স্থানীয়: আবু হায়দার রনি, নাদিফ চৌধুরী, জহুরুল ইসলাম অমি, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম।
বিদেশি: জো ডেনলি (ইংল্যান্ড), আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ),
সিলেট সিক্সার্স:
স্থানীয়: আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরী, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন তান্না, মোহাম্মদ শরিফুল্লাহ।
বিদেশি: চতুরঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), গোলাম মোদাসসর খান (পাকিস্তান)।
রংপুর রাইডার্স:
স্থানীয়: শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে আহমেদ রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন (এইচপি, পেসার হান্ট), মোহাম্মদ ইলিয়াস, নাহিদুল ইসলাম (পেসার)।
বিদেশি: স্যাম হেইন (ইংল্যান্ড), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), জহির খান (আফগানিস্তান)।
রাজশাহী কিংস:
স্থানীয়: মুস্তাফিজুর রহমান, নিহাদুজ্জামান, জাকির হোসেন, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।
বিদেশি: উসামা মির (পাকিস্তান), রাজা আলি দার (পাকিস্তান)।
খুলনা টাইটান্স:
স্থানীয়: আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফ হাসান।
বিদেশি: শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), জফরা আরচার (ইংল্যান্ড)।
চিটাগং ভাইকিংস:
স্থানীয়: সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার খান, আল-আমিন, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আররাফাত মিশু।
বিদেশি: নাজিবুল্লাহ জারদান (আফগানিস্তান), লুইস রেকি (ইংল্যান্ড)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
স্থানীয়: আল আমিন হোসেন, আরাফাত সানি, অলোক কাপালি, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।
বিদেশি: সলোমন মির (জিম্বাবুয়ে), রুম্মন রইস খান (পাকিস্তান),
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ