ধর্ষণের অপরাধে প্রোটিয়া ক্রিকেটারের ১৮ বছর কারাদণ্ড!

এই ক্রিকেটারে বিরুদ্ধে অভিযোগ তিনি দশ বছর এক নারীকে ব্ল্যাকমেইল করে ১৫০ বারের বেশি ধর্ষণ করেছেন। ধর্ষণের দায়ে এই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার পেসার ডিওন তালজার্ডকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

যদিও জাতীয় দলের হয়ে কখনো খেলা হয়নি এই ক্রিকেটারের তবে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দাপটের সাথে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন এই ক্রিকেটার।

ধর্ষিতা নারীর অভিযোগের পর তদন্ত ও আইনি লড়াইয়ের পর আদালত তাকে এই কারাদণ্ড দেন। তবে আদালতের এই রায় মানতে নারাজ তিন সন্তানের এই জনক। তিনি উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

\"\"

ধর্ষণের শিকার নারীর অভিযোগ ২০০২ সাল থেকে ২০১২ পর্যন্ত দীর্ঘ দশ বছর ধরে তিনি তালজার্ডের কাছ থেকে অত্যাচারিত হয়েছেন। শুধুমাত্র যৌনক্রিয়াই নন, অনেকসময় তার উপর শারীরিক নির্যাতনও চালাতেন তালজার্ড। হাত-পা বেঁধে মারধোর করতেন। মাঝে মাঝে মাথায় আঘাত করতেন এবং গলা টিপে ধরতেন। দীর্ঘ সময় এত অত্যাচার সহ্য করে অবশেষে ২০১৫ সালে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন। পরে চলতি সপ্তাহে ম্যাঞ্চেস্টারের মিনসুল স্ট্রিট ক্রাউন কোর্টে তালজার্ড দোষী সাব্যস্ত হন।

১৯৯৯ সালে ক্রিকেট ছাড়ার পরই ইংল্যান্ডে পাড়ি দেন তালজার্ড। ১৭ বছর আগে ব্রিটেনে পাড়ি দেয়ার পর ওল্ডহ্যাম, বোল্টন এবং বুরির হয়ে ক্লাব ক্রিকেটে খেলেছেন তিনি। তালজার্ডের ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হলো, একটি প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেট লাভ করা। হ্যাটট্রিকও করেছিলেন সে ম্যাচে। তার শিকার হয়েছিল মোহাম্মদ ইউসুফ, আজহার মাহমুদ এবং সাঈদ আনোয়ারের মতো ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top