উইন্ডিজের বিপক্ষে \’প্রতিশোধ মিশনে\’ রাতে মাঠে নামছে ইংলিশরা

টেস্ট সিরিজ শেষে এবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আজ শনিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের আগে নিজেদের প্রস্তুত করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাচ্ছে দুই দল। এই ম্যাচটি ইংল্যান্ডের কাছে \’প্রতিশোধ মিশন\’। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডকে হারিয়েই শিরোপা জয় করেছিল ক্যারিবীয়রা। চেষ্টার-লি-স্ট্রিটে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ হলেই স্মৃতির পাতা নড়েচড়ে বসে। ২০১৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো দুই দল। আর সেটিও ছিলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিলো ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে আক্রমণে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। আর স্ট্রাইকে ব্যাট হাতে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট।

স্টোকসের করা প্রথম ৪ বলে ৪টি ছক্কা হাকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অবিস্মরণীয় জয় উপহার দেন ব্র্যাথওয়েট। তাই দেড় বছর পর ঘুরেফিরে আবারো ওই স্মৃতির অবতারণা হতে যাচ্ছে ইংল্যান্ডের মাটিতে। ওই ম্যাচের স্মৃতি রোমন্থন করেন ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান বললেন, \’ওই ম্যাচের স্মৃতি অনেক বেদনা দিয়েছে আমাদের। সেই ফাইনাল ম্যাচের পর আবারো আমরা মুখোমুখি হচ্ছি। এতে কোনো সন্দেহ নেই যে, ওই ম্যাচের রেশ শনিবারের ম্যাচেও থাকবে। প্রতিশোধ নিয়ে আমরা ভাবছি না। আমরা স্বাভাবিকভাবে খেলাটাই খেলতে চাই এবং জয় পেতে চাই। \’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। সেই স্বাদ এখনও টাটকা স্বাগতিকদের কাছে। তাই বেশ চনমনে ভাব নিয়েই রঙ্গিন পোশাকে লড়াই শুরু করবে মরগ্যান বাহিনী। ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান আরও বললেন, \’সাদা বলে খেলা সব সময়ই কঠিন। সেটা টি-টোয়েন্টি বা ওয়ানডে হোক। ওয়ানডে সিরিজের আগে এই টি-টোয়েন্টি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়া যাবে এই ম্যাচের মাধ্যমে। এই ম্যাচে ভালো করতে পারলে ওয়ানডে সিরিজে আমরা মানসিকভাবেও এগিয়ে থাকব। \’

বিশ্বকাপের স্মৃতির সাথে ওয়ানডে সিরিজের আগে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি ব্র্যাথওয়েটও। তিনি বলেন, \’বিশ্বকাপের ওই ম্যাচ আমাদের এখনও রোমাঞ্চিত করে। সেরা দল হিসেবেই ম্যাচটি জিতেছিলাম আমরা। আমি কখনও ভাবিনি শেষ ওভারে এমন কিছু করতে পারবো। স্টোকসকে ৪টি ছক্কা মেরে আমি নিজেও হতবাক। যাই হোক, ওই ফাইনালের পর আমরা আবারো মুখোমুখি হচ্ছি। চেষ্টা থাকবে, এবারও ভালো কিছু করে দেখানোর। যাতে ওয়ানডে সিরিজের আগে আমরা আত্মবিশ্বাসের দিক দিয়ে চনমনে থাকি। \’

ইংল্যান্ড দল: এউইন মরগ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, টম কুরান, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয় ও ডেভিড উইলি।

ওয়েস্ট ইন্ডিজ দল: কালোর্স ব্র্যাথওয়েট (অধিনায়ক), রনসফোর্ড বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, জেসন মোহাম্মদ সুনীল নারাইন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, অ্যাশলে নার্স, জেরম টেইলর, চাঁদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

 

Scroll to Top