শুধু বাংলাদেশেই বিপিএলের জনপ্রিয়তা নয়। সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের মাঝে রয়েছে এর জনপ্রিয়তা। শুধু তাই নয়। বিদেশি নামিদামি খেলোয়াড়রাও বিপিএলে অংশ নিতে আগ্রহী। প্রতিবছরই বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশি অনেক তারকা খেলোয়াড় অংশ নিয়ে থাকেন।
আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট। এদিন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি পছন্দের খেলোয়াড়দের সমন্বয়ে দল সাজাবে। প্লেয়ার ড্রাফটে মোট ২০৮ জন বিদেশি খেলোয়াড়ের নাম রয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইংল্যান্ড থেকে। এই তালিকায় মোট ৬২ জন ইংলিশ খেলোয়াড়ের নাম রয়েছে। প্লেয়ার ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন ৪৬ জন। ওয়েস্ট ইন্ডিজ থেকে রয়েছেন ২৭ জন। শ্রীলঙ্কা থেকে রয়েছেন ২৬ জন।
প্লেয়ার ড্রাফটে কোন দেশ থেকে কতজন বিদেশি খেলোয়াড় রয়েছেন:
ইংল্যান্ড-৬২
পাকিস্তান-৪৬
ওয়েস্ট ইন্ডিজ-২৭
শ্রীলঙ্কা ২৬
জিম্বাবুয়ে-৮
সাউথ আফ্রিকা-৬
আয়ারল্যান্ড-৬
আফগানিস্তান-৬
সংযুক্ত আরব আমিরাত-৬
অস্ট্রেলিয়া-৪
নিউজিল্যান্ড-৩
কানাডা-৩
যুক্তরাষ্ট্র-২
নেপাল-১
স্কটল্যান্ড-১
নেদারল্যান্ডস-১
বাংলাদেশ সময় : ১১২৩ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ