রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছেন তামিমরা

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামছেন পাকিস্তান ও আইসিসি বিশ্ব একাদশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসির নেতাগিরিতে বিশ্ব একাদশে খেলবেন বাংলাদেশের তামিম ইকবাল।

দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে দু প্লেসি, আমলা, তামিমদের মতো নামকরা তারকাদের ব্যাট বলের মুন্সিয়ানা দেখবে পাকিস্তানের দর্শকরা।

২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে হামলার পর পাকিস্তানে বন্ধ হয়ে যায় ক্রিকেট। মাঝে একবার সংক্ষিপ্ত সফর করেছিলো জিম্বাবুয়ে। কিন্তু বড় কোনো টেস্ট দল পা বাড়ায় নি ওদিকে। অবশেষে খোদ আইসিসির উদ্যোগে এবার টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছে বিশ্ব একাদশ। ইন্ডিপেন্ডেন্স কাপ নামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ খেলবে দু প্লেসি-তামিমরা।

এদিকে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর উদ্যোগে অংশ হতে পারা বিশাল ব্যাপার বলে উল্লেখ করেছেন বিশ্ব একাদশের অধিনায়ক দু প্লেসি। খেলতে যাওয়ার আগে তামিম ইকবালও বলেছেন বিশ্ব একাদশে থাকতে পেরে তিনি গর্বিত।

বিশ্ব একাদশের বিপক্ষে ঘরের মাঠে নামতে পারায় রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। সফলভাবে এই সিরিজ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক টেস্ট দলগুলোর পাকিস্তান সফরের দুয়ার খুলবে বলে মনে করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top