কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার

বিরাট কোহলি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। কিন্তু তা নিয়ে কোন প্রতিক্রিয়া নেই তার। তবে ফের খবরের শিরোনামে তিনি। এবার ভারতীয় এই অধিনায়ককে টুইটারে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট। ২০১৭ বিশ্বকাপে মিতালি রাজদের হারানো ইংল্যান্ড দলের সদস্য ছিলেন ড্যানিয়েল।

সোমবার সেই ড্যানিয়েল টুইটারে একটি ব্যাটের ছবি পোস্ট করেন। ব্যাটের নিচে লেখা বিরাট কোহালির নাম। কোহালি বানানটি ভুল লেখা ছিল। তা নিয়েই উত্তাল হয়ে ওঠে টুইটার। ড্যানিয়েলের সেই সেই ছবিতে কোহালির নাম হয়ে গেছে খোলি।

আর টুইটারে ড্যানিয়েল লিখেছেন, ‘‘এই ব্যাট ব্যবহার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ’’ এরপর রীতিমতো কোহালি ফ্যানদের তোপের মুখে পড়তে হয় তাকে। এত সমালোচনা অবশ্য থামাতে পারেনি ড্যানিয়েলকে।

বরং সমালোচনার মুখে পড়ে যেন সাহসটা দ্বিগুন বেড়ে যায় তার। তিনি পাল্টা কোহালিকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন টুইটারে। তার পরটা কী এখনও অবশ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে