সিপিএল মাতিয়ে দেশে ফিরলেন মাহমুদউল্লাহ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম আসর মাতিয়ে রোববার রাতে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সিপিএলের পঞ্চম আসরে ইমাদ ওয়াশিমের বদলি ক্রিকেটার হিসেবে ডাক পাওয়ার চতুর্থ বাংলাদেশি হিসেবে সিপিএল খেলতে ক্যারিবিয়ার পথে পাড়ি জমান রিয়াদ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে না থাকায় টুর্নামেন্ট শেষ করে তবেই দেশে ফেরেন তিনি।

জ্যামাইকা তালাওয়াহসের হয়ে এবারের আসরে মোট পাঁচটি ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান না দিতে পারলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন ৩১ বছর-বয়সী জাতীয় দলের এই অলরাউন্ডার। ব্যাটিং ব্যর্থতায় আসরে মাত্র ১১ রান আসে রিয়াদের ব্যাট থেকে। তবে বল হাতে ইকোনোমিক বল করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

অ্যামাজন ওয়ারিয়র্সরের বিপক্ষে তিন রানের পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন রিয়াদ। যদিও তাঁর এই নৈপুন্য দলকে বাঁচাতে পারেনি হারের স্বাদ গ্রহণ থেকে বিরত রাখতে। গায়ানার কাছে ঐ ম্যাচে রিয়াদ বল হাতে নিজের সেরাটা দিলেও বাকি বোলারদের দৃঢ়তার অভাবে পাঁচ উইকেটের পরাজয়ের মেনে নিতে হয় জ্যামাইকাকে। যারফলে পঞ্চম আসর থেকে বিদায় ঘন্টা বাজে সিপিএলের আগের আসরের শিরোপাজয়ী দল জ্যামাইকা তালাওয়ার্সের।

উল্লেখ্য, এবারের আসরে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও জ্যামাইকা তালাওয়াহসের হয়ে বাংলাদেশ থেকে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির হয়ে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি সাকিব করেন অপরাজিত সর্বোচ্চ ৪৪ রানসহ মোট ৬১ রান। তাছাড়া মোট ৯ ওভার বল করে ওভার প্রতি ৭.৩ হারে রান দিয়ে উইকেট শিকার করেন তিনটি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি