জাতীয় লিগে তিন বছর পর মাঠে নামছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সূচি ঠিক থাকলে আসছে শুক্রবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। লিগে খুলনা বিভাগের হয়ে প্রথম রাউন্ডে মাঠে নামতে পারেন মাশরাফি। তবে চারদিনের ম্যাচে খেলতে সব কিছু ঠিকঠাক থাকলে খেলতে পারেন আরও দু এক রাউন্ড। ২৮ সেপ্টেম্বর টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। দুই টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে উড়ে যাবেন মাশরাফি। সেখানে ১৫ অক্টোবর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে মাশরাফি বিন মর্তুজা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার বাইরে ছিলেন। অনুশীল আর জিম দিয়েই চলছে তার দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সেই ১৫ অক্টোবর। টেস্ট না খেলা মাশরাফির জন্য বিরতিটা তাই হয়ে যাচ্ছে প্রায় চারমাসের।
খেলার মধ্যে থাকতে মাশরাফি তাই জাতীয় লিগে মাঠে নামতে চান। সবশেষ প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে মাঠে নেমেছিলেন তিন বছর আগে।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তখনকার সব ফরম্যাটের বাংলাদেশ অধিনায়ক। এরপর আর টেস্ট খেলা হয়নি তার। গেল ৮ বছরে প্রথম শ্রেণীর ম্যাচও খেলেছেন মাত্র ৪টি। ২০১৪ সালের জানুয়ারির পর চারদিনের ম্যাচেও নামা হয়নি তার। জানা গেছে, জাতীয় লিগে ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নিতে মাশরাফির সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে