‘বিদ্যুৎ গতির’ ধোনির প্রশংসায় শচীন থেকে জাদেজা

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের মালিক তিনি। সাঙ্গাকারার সঙ্গে আর যৌথভাবে নয়, এখন মহেন্দ্র সিং ধোনি একাই একশ।

সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজেই নয়া এই নজির গড়েছেন ধোনি। যত বয়স হচ্ছে তত যেন ধার বাড়ছে প্রাক্তন ভারত অধিনায়কের। উইকেটের পেছনে আকিলা ধনঞ্জয়কে আউট করার সঙ্গে সঙ্গেই তিন অংকের স্টাম্পিংয়ে পৌঁছে গেছেন তিনি। এদিকে টি-টোয়েন্টিতে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজকে যেভাবে দ্রুততার সঙ্গে স্টাম্পিং করেছেন তাতে মুগ্ধতা আরও বেড়েছে ধোনিকে ঘিরে। উইকেটের পেছনে মাহির দ্রুততা এখনো ঈর্ষণীয়।

ক্যাপ্টেন কুলের প্রশংসায় সোশাল মিডিয়ায় পঞ্চমুখ হয়েছেন শচীন টেন্ডুলকারও। তিনি বলেছেন বিদ্যুৎ এক আধবার চমকায় কিন্তু বিদ্যুৎ ধোনি এই নিয়ে ১০০বার চমকাল।

শচীনের পাশাপাশি বিদ্যুৎ ধোনিতে মজে স্যার রবীন্দ্র জাদেজাও। তিনি নিজের পোস্টে লিখেছেন মাহি যদি এক সেকেন্ডের ভগ্নাংশও দেরি করতেন তাহলে ওই ব্যাটসম্যান ক্রিজেই থেকে যেতেন।

ধোনির স্টাম্পিংকে মাদার অফ অল স্টাম্পিং বলছেন তার ফ্যানরা। তাঁদের সাফ বক্তব্য থান্ডার বোল্ট, উসাইন বোল্ট যে রকম দ্রুতগতিতে প্রতিপক্ষদের মাত করেন, ঠিক তেমনই উইকেটের পেছনে ধোনির দক্ষতাও একই রকম তীব্র ও মারাত্মক।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে