বিজয়ের পক্ষে ব্যাট ধরলেন পাপন

বৃহস্পতিবার (সাত সেপ্টেম্বর) শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের লক্ষ্য এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বারবার আলোচনায় আসছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কথা। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই টপ অর্ডারে নতুন অপশন খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস- বাংলাদেশ দলের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই বাঁ-হাতি। কিন্তু অজিদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিপর্যয়ে চিন্তিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টপ অর্ডারে বিকল্প ব্যাটসম্যান হিসেবে বিসিবি কর্তার পছন্দের তালিকায় রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

ডানহাতি বলেই বিজয়কে পছন্দ পাপনের। এমনটা জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার এ প্রসঙ্গে তিনি বলেন, \’আমার মতে বিজয় বেটার অপশন। আপনারা শুনলে হয়তো অবাক হবেন চট্টগ্রামে থাকতেই আমি ওর নামটা বলে এসেছি। আমি বলেছি, ডানহাতি অপশন কে কে আছে দেখ। ওদেরকে আবার আনা যায় কি না। ওদেরকে হঠাৎ করেই তো নামানো যাবে না। এর মানে এই না যে, আমি এটাই করব।\’

এ সময় বিকল্প ব্যাটসম্যান হিসেবে উঠে আসে শাহরিয়ার নাফিসের নামও। কিন্তু অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটসম্যানকে দলে রাখার পক্ষে নন পাপন, \’ওর নামটা এই প্রথম শুনলাম। আমার তো একটা প্যানেল আছে, আমি সেখান থেকেই সব শুনি। বিপিএলে একটা ভাল ইনিংস খেলেছিল, সেটা দেখে তাকে টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড পাঠানোর কথা বলেছি। কিন্তু কার পরিবর্তে খেলবে সে? যার পরিবর্তে খেলবে ওরও তো খারাপ খেলতে হবে। না হলে তো তাকে রিপ্লেস করাটা কঠিন।\’

দক্ষিণ আফ্রিকা সিরিজে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়ে বিসিবি প্রধান বলেন, \’দলের মধ্যে পরিবর্তন আসতে পারে। আমার মনে হয় অবশ্যই পরিবর্তন আসবে। ডানহাতি-বাঁ-হাতির কম্বিনেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। কালকে সবাই ফিরবে। আমি ওদের সবার সঙ্গেই বসব। ওদের কাছ থেকে শুনব ওদের গেম প্ল্যানটা কী। সেটা জানতে হবে। একটা পরিকল্পনা থাকতেই হয়, সেটা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। একেকটা দেশের সঙ্গে একেক রকম গেম প্ল্যান থাকে।\’

আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এরআগে প্রোটিয়াদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। তিন দিনের প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে ২১ সেপ্টেম্বর। দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি খেলতে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন সাকিব-তামিম-মুশফিকরা।

বাংলাদেশ সময় : ১৩৫২ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top