ক্রিকেটের ‘একটি প্রথমের’ জন্ম দিলেন সাব্বির

প্রথম ইনিংসে স্টাম্পড হয়েছিলেন। সাব্বির রহমান একই আউট হলেন দ্বিতীয় ইনিংসেও। তার হাত ধরে জন্ম হলো একটি প্রথমের। এক টেস্টের দুই ইনিংসেই স্টাম্পড হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান!

দুই ইনিংসের স্টাম্পিংয়ের ধরন অবশ্য ভিন্ন। প্রথম ইনিংসে পুল করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন খানিকটা। দ্বিতীয় ইনিংসে উইকেটকিপার ম্যাথু ওয়েডের কাজ ছিল অনেকটাই সহজ। বেরিয়ে এসেছিলেন সাব্বির। ছিল যথেষ্ট সময়। দুবারই বোলার ন্যাথান লায়ন।

সব মিলিয়ে টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই স্টাম্পড হওয়া ২০তম ব্যাটসম্যান সাব্বির। সবার আগে এই স্বাদ পেয়েছিলেন আলবার্ট হর্নবি। সেই ১৮৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে দুই ইনিংসে স্টাম্পড হয়েছিলেন সেই সময়ের ইংলিশ অধিনায়ক।

তালিকায় লোয়ার অর্ডারদেরই ছড়াছড়ি। তবে ওয়ালি হ্যামন্ড, ফ্র্যাঙ্ক ওরেল ও বার্ট সাটক্লিফের মত ব্যাটসম্যানরাও আছে। সাব্বিরের আগে সবশেষ এই অভিজ্ঞতা হয়েছিল কেমার রোচের। ২০১৫ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে গলে।

বাংলাদেশ সময়: ১৪৪০ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস