টানা ৫ উইকেট হারিয়ে অবশেষে সাব্বির-মুশফিকের ব্যাট থেকে এলো বাংলাদেশের লিড। দুজনের ৪০ রানের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান। ক্রিজে আছেন মুশফিক (১৬) ও সাব্বির রহমান (২০)
এর আগে চরম ব্যাটিং বিপর্যয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের ২৪ তম ওভারে ও\’কিফের আবেদনে সারা দিয়েই আম্পায়ার আউট ঘোষণা করেন সাব্বির রহমানকে। আত্নবিশ্বাসী সাব্বির রিভিউর সাহায্য নিলেন। টিভি রিপ্লাইতে দেখা গেল ও\’কিফের বলটি আগে ব্যাট স্পর্শ করে পরে প্যাড স্পর্শ করে। এতে আম্পায়ারও তার সিদ্ধান্তটি পরিবর্তন করতে বাধ্য হন।
প্রথম টেস্টে সফল সাকিব আল হাসান ব্যর্থ সিরিজের দ্বিতীয় টেস্টে। প্রথম ইনিংসে ২৪ রানের পর দ্বিতীয় ইনিংসে লায়নের বলে বিদায় নিয়েছেন মাত্র ২ রানে। সাকিবের বিদায়ের রেশ কাটতে না কাটতেই স্টিভ ও\’কিফের শিকার হন নাসির হোসেন। ব্যক্তিগত ৫ রানে ও\’কিফের বলে স্মিথের তালুবন্দী হন নাসির।
তামিমের সতর্ক শুরুতে আশা দেখছিল বাংলাদেশ। সৌম্যের বিদায়ের পর ইমরুলের সাথে ভালো একটি পার্টনারশিপের লক্ষে ব্যাট করছিল তামিম। তবে হঠাৎই লায়নের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যেতে হয় তামিমের। তামিমের এই বিদায়ের পর চাপে বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই সাবধানী ব্যাট চালিয়ে যাচ্ছেন তামিম-সৌম্য। তবে প্যাট কামিন্সকে খেলতে শুরু থেকেই বেগ পেতে হচ্ছে টাইগার ওপেনার সৌম্যকে। অবশেষে দিনের শুরুতেই প্যাট কামিন্সের বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
এর আগে আজ সকালে ১ উইকেট হাতে রেখে ৩৭৭ রানে ব্যাটইং করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু মুস্তাফিজের প্রথম ওভারের পঞ্চম বলেই স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়া নাথান লায়ন। তাই ৩৭৭ রানেই শেষ হয়ে অস্ট্রেলিয়ার ইনিংস। লিড হয়েছে ৭২ রানের।
প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩০৫ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। এছাড়া নাসির হোসেনের ৪৫, সৌম্য সরকারের ৩৩ এবং মুমিনুল হকের ৩১ রান দলের সংগ্রহে অবদান রাখে।
ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মুশফিক বাহিনী। চট্টগ্রাম টেস্টটি ওজিদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচ ড্র হলেও বাংলাদেশের ঘরে যাবে সিরিজ জয়ের ট্রফি। আর ওজিরা জিতলে সমতায় শেষ হবে সিরিজ।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি