সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরালেন মোস্তাফিজ

অবশেষে বৃষ্টি থেমেছে চট্টগ্রামে। পরে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে দুপুর দেড়টায় খেলা শুরু করেছেন। আবারও বৃষ্টি না হলে কমপক্ষে ৬৭ ওভার খেলা হবে আজ।

অন্যদিকে দিনের খেলার শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হেনেছেন টাইগাররা। ব্যক্তিগত ৮২ রানে রান আউটের শিকার হেয়ে সাজঘরে ফিরে গেছেন হ্যান্ডসকম্ব। এর কিছুক্ষণ পরই নিজের সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। কিন্তু সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি ওয়ার্নার। কাটার মাস্টার মোস্তাফিজের বলে ইমরুলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১২৩ রানে সাজঘরে ফিরে গেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছে অজিরা। এখনও বাংলাদেশের থেকে ৭ রানে পিছিয়ে আছে তারা। এই মূহুর্তে ব্যক্তিগত ২১ রানে ক্রিজে আছেন ম্যাক্সওয়েল ও অপরপ্রান্তে থাকা কার্টরাইটের সংগ্রহ ৪ রান।

এর আগে আজ বুধবার ভোর থেকে পরিষ্কার থাকলেও সকাল সাড়ে ৮টার পর কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ। আর সাড়ে ৯টার দিকে শুরু হয় অঝোর বৃষ্টি।

বৃষ্টির আগে সকাল পৌনে ৯টা মাঠে আসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বৃষ্টি শুরুর আগ মুহূর্তে দুই দল কিছু সময়ের জন্য অনুশীলন করে। তবে সবকিছু বিগড়ে দেয় বৃষ্টি।  তার আগে প্রথম ইনিংসে ৩০৫ রানে অল-আউট হয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top