সাকিবের ‘বুলেট থ্রোতে’ কাটা পড়লেন হ্যান্ডসকম্ব

তৃতীয় সাফল্যের মুখ দেখল বাংলাদেশ। দলীয় ২৫০ রানের মাথায় সাকিব আল হাসানের বুলেট গতির থ্রোতে কাটা পড়লেন পিটার হ্যান্ডসকম্ব। পাশাপাশি ভাঙল ১৫২ রানের বড়সড় জুটি। আউট হওয়ার আগে ৮২ রানের ইনিংস খেলেছেন ওজি তারকা হ্যান্ডসকম্ব। তার আগে চট্টগ্রামের সাগরিকায় কয়েক দফা বৃষ্টির পর তৃতীয় দিনের খেলা শুরু হয়।

অবশ্য দিনের অর্ধেকটাই চলে গেছে বেরসিক বৃষ্টির পেটে। দুপুর ১.১৫টায় শুরু হওয়া খেলা শেষ হবে বিকাল ৫.১৫টায়। তবে আলো থাকলে সন্ধ্যা ৬টা পর্যন্ত বল মাঠে গড়াবে। কমপক্ষে ৬৭ ওভার বোলিং করার সুযোগ পাচ্ছেন টাইগার বোলাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩০৫ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। এছাড়া নাসির হোসেনের ৪৫, সৌম্য সরকারের ৩৩ এবং মুমিনুল হকের ৩১ রান দলের সংগ্রহে অবদান রাখে।

ওজিদের হয়ে বল হাতে সফল নাথান লায়ন। তিনি একাই শিকার করেন ৭ উইকেট। ২টি উইকেট ঝুলিতে পুরেছেন অ্যাস্টন অ্যাগার। বাকি উইকেটটি এসেছে রান আউট থেকে।

প্রসঙ্গত, ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মুশফিক বাহিনী। চট্টগ্রাম টেস্টটি ওজিদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচ ড্র হলেও বাংলাদেশের ঘরে যাবে সিরিজ জয়ের ট্রফি। আর ওজিরা জিতলে সমতায় শেষ হবে সিরিজ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top