আমি বিরাট কোহলি হতে পারি: সাব্বির

নিজের ঢাক নিজেই পেটালেন সাব্বির। মাত্র ৭ টেস্ট খেলা বাংলাদেশের তরুণ তুর্কি সাব্বির রহমান নাকি \’পরবর্তী বিরাট\’! বিশ্ব ক্রিকেটে দ্রুত ১৭টি টেস্ট সেঞ্চুরি সংগ্রহকারী বিরাট কোহালির যোগ্য উত্তরসূরি তিনিই! যে কোহলিকে \’আধুনিক ক্রিকেটের ডন\’ বলে বিরাট সম্বোধন করছেন তাবড় তাবড় ক্রিকেট বিজ্ঞরা, সেই মানুষটির ছায়া দেখতে পাচ্ছেন তিনি। বুধবার কোহালির প্রসঙ্গ টেনে সাব্বিরকে \’বিরাট সার্টিফিকেট\’ দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা বোলার নাথান লিয়ন। আর এই পঞ্চমুখী প্রশংসার পর আত্মবিশ্বাসের সুর শোনা গেল সাব্বিরের গলাতেও। \”কোনও কিছুই অসম্ভব নয়, আমিই হতে পারি বিরাট কোহলি\”।

\”সাব্বির রহমানকে দেখে বিরাট কোহলির কথা মনে পরে\”, এমনই মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ন। সাব্বিরের \’সাহসী\’ ক্রিকেটের প্রশংসা করতে গিয়ে নাথান লিয়ন এও বলেন, \”সাব্বির যে ভাবে ক্রিজে হাঁটাচলা করে, যে ধরনের শট ও খেলছে তা সত্যিই প্রশংসার। সাব্বির একবারের জন্যও ডিফেন্সিভ ক্রিকেট খেলেনি, বরং নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়েই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে চেয়েছে। সাব কন্টিনেন্টে সাব্বিরের একমাত্র রোল মডেল হতে পারেন বিরাট কোহলিই।\”

এই প্রশংসা শুনে লিয়নের কথার সুরেই সাব্বির বলছেন, \”আমি বিরাট কোহলির মত একজন ব্যাটসম্যান হতে পারি। এটা অসম্ভব নয়। তবে আমি মনে করি অন্য কারোর সঙ্গে তুলনার থেকেও যেটা বেশি গুরুত্বের তা হল আমি দলের জন্য কতটা করতে পারলাম\”। একই সঙ্গে লিয়নের প্রশংসা করে সাব্বির বলেন, \”লিয়ন একজন গ্রেট বোলার। ওকে ওর পারফর্ম্যান্সের জন্য অভিনন্দন।\”

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top