সিরিজে হার এড়ানো নিশ্চিত করলেও বাংলাদেশ এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট জয়ের লক্ষ্য নিয়েই। আর ঢাকা টেস্টে একাদশের অংশ হয়ে থাকা নাসির হোসেন মনে করছেন, নিজেদের আশি ভাগ ঢেলে দিলেই হোয়াইটওয়াশ করা যাবে অস্ট্রেলিয়াকে।
শনিবার চট্টগ্রামে প্রস্তুতি সেশন শেষে নাসির বলেন, আমাদের ভালো সুযোগ আছে। আমরা যদি নাম অনুযায়ী খেলতে পারি এবং আমরা আমাদের ৮০ ভাগও দিতে পারলে অস্ট্রেলিয়াকে যে কোন পরিস্থিতিত হারাতে পারব। আমাদের দলের অনেক পরিবর্তন এসেছে। চিন্তাধারায়, মন-মানসিকতায়।
প্রায় দুই বছর পর সুযোগ পেয়েও ঢাকা টেস্টে ভালো করতে পারেননি নাসির। দ্বিতীয় টেস্টে ফেরার প্রত্যাশা তার, উইকেট ব্যাটিং সহায়ক ছিল না। রান করা কঠিন ছিল। যদি সব মিলিয়ে চারটি ইনিংস দেখেন, কোনো দলই ৩শ রান করতে পারেনি। তারপরও আমি চেষ্টা করেছি করার। দ্বিতীয় টেস্টে ভালো করার চেষ্টা করব।
৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয়ও ও শেষ টেস্ট। মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ