৪০ বছর পর অস্ট্রেলিয়ার একাদশে ৩ স্পিনার ও ১ পেসার!

সেই ১৯৭৮ সালের মধ্যে কতো পার্থক্য! আর অস্ট্রেলিয়া দল তো বরাবরই তাদের ফাস্ট বোলারদের ওপর ভরসা রেখেছে। সেই বোলাররা বিশ্বও জিতেছেন। কিন্তু বাংলাদেশে প্রথম টেস্টে হারের পর চট্টগ্রাম টেস্টের একাদশ সাজাতে গিয়ে ৪০ বছর আগে বুঝি চলে যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। সেবার ওয়েস্ট ইন্ডিজে ১ ফাস্ট বোলার ও ৩ স্পিনার শেষবার খেলিয়েছিল। এমনিতে এখন এক স্পিনারে বিশ্বাসী অস্ট্রেলিয়া, এশিয়ায় দুই স্পিনার। কিন্তু ঢাকার হারে চট্টগ্রামে তাদের একাদশ সাজানো হচ্ছে সম্ভবত মাত্র ১ ফাস্ট বোলার ও ৩ স্পিনার দিয়ে!

কোচ ড্যারেন লেম্যান সরাসরি কিছু বলছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলেছেন, দলের ১৪ জনের জায়গাই উন্মুক্ত। কিন্তু ঢাকার মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটও যে তার রাতের ঘুম কেড়ে নিয়েছে তা গোপন করেননি। মিরপুরে বাংলাদেশের ঐতিহাসিক ২০ রানের জয়ের পর এখন সিরিজ হারের মুখে অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজের পরের ম্যাচে হারলে হোয়য়াইটওয়াশ হতে হবে টাইগারদের হাতে। ড্র করলেও হার। কেবল জয়ই তাদের সিরিজ বাঁচানো বা ড্র করার আশা নিয়ে দাঁড়িয়ে।

এমন এক কঠিন পরিস্থিতিতে ফুরফুরে বাংলাদেশ। কিন্তু স্টিভেন স্মিথরা শুক্রবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে উড়াল দিলেন মহা দুশ্চিন্তা নিতে। ওখানে স্পিনারদের কাছে ইংল্যান্ডও কিন্তু গত বছরের শেষে হারতে বসেছিল। তাহলে উপায়?

১৯৭৮ ফিরে আসে তাই। চার দশক পর আবার এক পেসার তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর ছক কষতে বসতে হচ্ছে। পেসার জশ হ্যাজলউড ইনজুরির কারণে ফিরে গেছেন প্রথম টেস্ট খেলে। তার জায়গায় কোনো পেসার নয়, অভিজ্ঞ স্পিনার স্টিফেন ও\’কিফকে এনেছে অসিরা। প্রথম ম্যাচে ন্যাথান লায়ন ও অ্যাস্টন অ্যাগার খেলেছেন। প্যাট কামিন্স প্রথম ইনিংসে প্রভাব রেখেছিলেন পেস বোলিংয়ে। তারপর আর কিছু করতে পারেননি সেভাবে। যা করার স্পিনাররাই করেছেন। দলে আর এককমাত্র পেসার জ্যাকসন বার্ড, প্রথম ঘোষিত দলে ছিলেন না। ব্যাক আপ পেসার তাই।

উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের জায়গা হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত। পিটার হ্যান্ডসকম্ব কিপিংটা ভালোই করেন। তারপরও নিয়মিত কিপার রাখার প্রথার দিকে হাঁটতে পারে অস্ট্রেলিয়া। তবে ঢাকা ছাড়ার আগে বোলিং কম্বিনেশনের প্রশ্নে কোচ ড্যারেন লেম্যান বলে গেছেন, \’ওখানে গিয়ে উইকেট দেখার পর, কন্ডিশন ও আবহাওয়া বিবেচনা করে দেখতে হবে আমাদের পরিবর্তন দরকার আছে নাকি একজন পেসার বা দুইজন পেসার অথবা তিন স্পিনার নিয়ে নামবো।\’ আলোচনায় আছে বিষয়টি। তা গোপন রাখেননি ৪৭ বছর বয়সী কোচ।

তাহলে একাদশে পেসার মাত্র একজন হলে সেজন কামিন্স। আর তিন স্পিনার হলে অফি লায়ন, দুই বাঁহাতি অ্যাগার ও ও\’কিফ। দলের অন্য স্পিনার এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা লেগি মিচেল সয়েপসনের সুযোগ হচ্ছে না। এমন সম্ভাবনা দেখা যাচ্ছে সেই ১৯৭৮ সালের জ্যামাইকা টেস্টের দিকে তাকিয়ে। ক্যারিবিয়ানে সেবার শেষ ম্যাচে ব্যাটিং অল রাউন্ডার ট্রেভর লাফলিন নতুন বলে শুরু করেছিলেন গতি কিংবদন্তি জেফ থমসনের সাথে। অফ স্পিনার ব্রুস ইয়ার্ডলি ও লেগ স্পিনার জিম হিগস মিলে প্রায় ৯০ ওভার বল করেছিলেন। আর তাদের সাথে লেগ স্পিনে সহায়তা দিতে অন্যজন ছিলেন বব সিম্পসন।

তাহলে চট্টগ্রামে কি চার দশক পর অস্ট্রেলিয়া ফেরাচ্ছে জ্যামাইকার সেই ইতিহাস? ৪ তারিখ শুরু ম্যাচ। জবাব সেখানেই।

বাংলাদেশ সময় : ১৬৪৬ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top