মাকে উপহার দেয়া ‘মর্তুজা কটেজে’ ঈদ করবেন মাশরাফি

মাকে উপহার দেয়া ‘মর্তুজা কটেজ’ নামের নতুন বাড়িতেই ঈদুল আজহা উদযাপন করবেন মাশরাফি বিন মর্তুজা ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বাড়ি পৌঁছেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

নড়াইল শহরের মহিষখোলা এলাকায় প্রায় তিন কাঠা জমির ওপর পুরানো বাড়িতেই নতুন দুই তলা (ডুপ্লেক্স) বাড়ি নির্মাণ করেছেন মাশরাফি বিন মর্তুজা। দ্বিতলা বাড়িটির প্রতিটি তলায় রয়েছে এক হাজার ২৫০ স্কয়ার ফিট জায়গা। এই বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে-একটা বড় রুমসহ চারটি বেডরুম। প্রতিটি বেডরুমের সাথে বাথরুম ও বারান্দা। এছাড়া বড় একটি বারান্দা বা ব্যালকনি রয়েছে। দ্বিতলায় আরও আছে পারিবারিক কক্ষ (ফ্যামিলি লিভিং রুম) ও হালকা রান্না ঘর (ড্রাই কিচেন)।

এই বাড়িটির নিচতলায় রয়েছে বড় হল রুম, ডাইনিং, রান্নাঘর, গেস্ট বেড রুম, কমন বাথরুম ও গাড়ি পার্কিং ব্যবস্থা।

ভক্তদের জন্য নিচতলায় থাকছে বড় হলরুম। কারণ ভক্তদের সব সময়ই মূল্যায়ন করেন এই ক্রিকেট তারকা। এজন্য তিনি তার নতুন বাড়িতেও ভক্তদের জন্য বড় হলরুম নির্মাণ করেছেন।

মাশরাফির মা বলেছেন, ‘ছেলের দেয়া নতুন বাড়ি পেয়ে খুশি হয়েছি। এ এক অন্যরকম অনুভূতি। আর মাশরাফি যেন সারাজীবন ১৮ কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে।’

বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top