টেস্ট ক্যারিয়ারে এর আগে কখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোষাকে খেলেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবারই প্রথম অজিদের সাথে টেস্ট খেলতে নেমে রেকর্ড বুকে নাম লেখালেন তিনি। জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে মোবাইলে স্ত্রী শিশিরের ম্যাসেজ পেয়ে আরো খুশি সাকিব। হিরোকে অভিনন্দন জানিয়ে শিশির ওই ম্যাসেজে লিখেন, ‘আমি এখন ঘুমাতে পারব।’
বাংলাদেশ জিততে পারবে কি পারবে না- এই চিন্তায় গতরাতে টেনশনে অনেকটাই নির্ঘুম রাত কাটিয়েছেন শিশির। মাচ শেষে সংবাদ সম্মেলনে এটাই জানালেন সাকিব। সকাল থেকে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নাকি অস্থির ছিলেন শিশির।
এতসব সাফল্য। র্যাঙ্কিংয়ের এক নম্বর। বারবার ম্যাচ জয়ী পারফরম্যান্স। আপনাকে সবচেয়ে বেশি প্রেরণা যোগাচ্ছেন কে? উত্তর দিতে এক সেকেন্ডও দেরি হয়নি সাকিবের। সাকিবের প্রেরণার নাম আর কেউ নন, তার প্রিয়তমা স্ত্রী শিশির।
সাকিব বলেন, ‘আমরা স্ত্রী আমার সবচেয়ে বড় প্রেরণা। সে সবসময়ই আমার পাশে থাকে। গতকাল আমি সত্যিই কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। দুইজন সেট ব্যাটসম্যান উইকেটে। আমার মনে হয়েছিল, আমরা এই ম্যাচে পারব না। আমার মধ্যে হতাশা দেখে আমাকে আত্মবিশ্বাস যোগান আমার স্ত্রী। আমাকে বলেন, কেন? তুমি পাঁচটি উইকেট নিয়ে নিলেই তো হয়। আমি চিন্তা করলাম, আসলেই তো তাই। আমি তো পাঁচ উইকেট নিতেই পারি। আসলে প্রেরণাটা পেয়েছি ওর কাছ থেকেই।’
প্রথম ইনিংসে ব্যাট হাতে সাকিব করেন ৮৪ রান। বল হাতে আরও বেশি উজ্জ্বল। দুই ইনিংসে দশ উইকেট নিয়ে ম্যাচ সেরা হযেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম