সাকিবের প্রশংসায় যা বললো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। যাই হোক সবশেষে ম্যাচটি স্মরণীয় করেই ঘরে ফিরলেন সাকিব। জিতলেন ম্যাচ সেরার পুরস্কারও। মূলত তার কাঁধে চড়েই অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করল বাংলাদেশ।

সাকিবের বীরত্বপূর্ণ পারফরম্যান্সের প্রশংসা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়, মাত্র ৫০তম টেস্ট। তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম। অথচ সেই টেস্টে কিনা ব্যাট-বলে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জয় এনে দিল সাকিব।

এদিকে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘একটা ঘটনা বলি গত রাতে আমার স্ত্রীকে বললাম মনে হয় ম্যাচটা জিততে পারব না। হাতছাড়া হয়ে গেলো মনে হয়। স্ত্রী বলল, একমাত্র তুমিই আছো ম্যাচটা জেতাতে।’

সাকিবকে নিয়ে ভয়টা আগে থেকেই ছিল ওজিদের। ২২ গজে নেমে সাকিবও বুঝিয়ে দিলেন তার ঝাঁঝ। অবশেষে দীর্ঘ ১১ বছর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতল লাল-সবুজের বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top