সাকিবই ম্যাচ-সেরা

মিরপুর টেস্টে ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার কেন পাবেন- সেটি নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। সেরা খেলোয়াড়কে বেছে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। অনুমিতভাবেই সাকিব আল হাসান সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন।

মিরপুর টেস্টের প্রথম দুই ইনিংসে ৫ উইকেটের দেখা পান সাকিব। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কম রানে বেঁধে ফেলতে দারুণ ভূমিকা পালন করেন এই টাইগার স্পিনার। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অজিদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

এর আগে ব্যাট হাতেও নিজের ঝলক দেখান সাকিব। প্রথম ইনিংসে দলের বিপদের মুখে ৮৪ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি। তামিম ইকবালকে নিয়ে ১৫৫ রানের দারুণ জুটি গড়ে বাংলাদেশকে কক্ষপথে ফেরান সাকিব। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রান করে আউট হয়ে গেলেও বোলিংয়ে সেটি \’পুষিয়ে\’ দেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top