শরতের আকাশে ছিল রোদের খেলা। তবুও কেমন যেন নিষ্প্রাণ মিরপুর। কারণ দুই অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। কিন্তু হঠাৎ করেই জ্বলে উঠলেন সাকিব-তাইজুল-মিরাজরা। এ তিনজনের হাত ধরে ১১ বছর আগে ফতুল্লায় হারের প্রতিশোধ নিল বাংলাদেশ। আর মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পেল ২০ রানের ঐতিহাসিক জয়।
আর বাংলাদেশের এমন জয় প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বলেন, এটা বাংলাদেশের চমৎকার জয়। অবশ্য বাংলাদেশকে এ জয়ের কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে তামিম-সাকিবকে। তাদের জুটিই খেলার পার্থক্য গড়ে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস