জাতিকে ঈদের আগে ঈদ ‘উপহার’ দিলো টাইগাররা

আসছে আগামী ২ সেপ্টেম্বর দেশজুড়ে উদযাপিত হবে ঈদুল আযহা। আসন্ন এ ঈদের আগে দেশবাসীকে ঈদ উপহার দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাতিকে ঈদ ‘উপহার’ দিলো টাইগাররা।

সফরকারি অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে তুলে নিয়েছেন ঐতিহাসিক জয়। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

এ জয়ের মহা নায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার কৃতিত্বে রানের জয় পায় টাইগাররা। সাকিব একাই তুলে নেন ৫ উইকেট। জয়ের জন্য ১৫৬ রানের টার্গেট নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। সতর্কভাবে জয়ের পথে এগিয়েও চাচ্ছিল অজিরা। ১৯তম শতক তুলে নিয়েছিলেন দলটির সহ অধিনায়ক ওয়ার্নার। তবে শেষ পর্যন্ত সাকিবের কাছে আত্মসমর্পণ করতে হল ওয়ার্নারকে। শতকের পর পরই তাকে সাজঘরে পাঠিয়ে দেন সাকিব। তারপরই খেলা চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রনে। এর পর আর কোন অজি ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি ঠিক ভাবে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও জয়ের টার্গেটে বল হাতে ঝলসে উঠেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা টেস্টের চতুর্থ দিনে দলকে ৪ গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন তিনি। এদিন তাইজুলও নেন ২ উইকেট।

এর আগে বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা। ম্যাট রেনশকে (৫) এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই উসমান খাজাকে (১) তাইজুলের তালুবন্দী করান সাকিব।

বাংলাদেশ এখন পর্যন্ত ১০১টি টেস্ট খেলেছে যার মধ্যে জয় পেয়েছে ১০ ম্যাচ আর ১৫ টেস্ট ড্র করেছে টাইগাররা। হেরেছে ৭৬টি। অজিদের বিপক্ষে এটি ছিল টাইগারদের চতুর্থ ম্যাচ আর প্রথম জয়।

বাংলাদেশ সময় : ১৪০৩ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top