সিরিজ শুরুর আগেই সাকিব বলেছিলেন অস্ট্রেলিয়াকে দুই টেস্টেই হারাতে চান। সংবাদ সম্মেলনে এই বিষয়ে স্মিথের দৃষ্টি আকর্ষণ করা হলে কূটনৈতিক উত্তরে বাংলাদেশকে তাচ্ছিল্য করেছিলেন স্টিভেন স্মিথ। মিরপুর টেস্টেই সেটির জবাব দিয়েই দিলেন সাকিব।
ঘরের মাঠে গত বছরের অক্টোবরে ইংল্যান্ডকে টেস্টে পরাজিত করে বাংলাদেশ। এরপর চলতি বছর শ্রীলঙ্কার মাটিতেও টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। সঙ্গত কারণেই সাকিবের মতো অনেকের মুখ দিয়েই \’বাংলাদেশ: ২: ০ অস্ট্রেলিয়া\’ এমনটা উচ্চারিত হচ্ছিল।
এই ব্যাপারে স্মিথের কাছে জানতে চাওয়া হলে ইতিহাস ও পরিসংখ্যানের কথা মনে করিয়ে দিয়ে কূটনৈতিক উত্তর দিয়ে তাচ্ছিল্যের সুরে বলেন, \’ওরা বেশ আত্মবিশ্বাসী, তাই না? আমি তো জানি, ওরা ১০০ টেস্টের মাত্র ৯টি জিতেছে! তো এটি বেশ আত্মবিশ্বাসী ঘোষণা। ওদের মন্তব্য আমাকে একটু বিস্মিত করেছে।\’
স্মিথের এই কথা শুনে কি সাকিব মাঠেই জবাব দেয়ার পণ করেছিলেন? অস্ট্রেলিয়াকে বাংলাদেশ দুই টেস্টেই হারাতে পারে- এমন বিশ্বাস নিয়ে শুধু অটলই থাকেননি সাকিব; বলতে গেলে একক নৈপুণ্যে দলকে জেতালেন এই টাইগার অলরাউন্ডার। এক সাকিবের কাছেই তো হেরে যায় অজিরা।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সেঞ্চুরির চেয়ে অনেক বেশি কিছু। এরপর ৫ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেন এই টাইগার স্পিনার। তার বোলিং তোপে পড়ে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায় অজিরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব; আউট হন মাত্র ৫ রান করে। নিজের সেরাটা যেন বোলিংয়ের জন্যই রেখে দেন সাকিব। বাংলাদেশের জয় যখন হাতছাড়া হওয়ার উপক্রম ঠিক তখনই দুর্দান্ত বোলিংয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। এবারও নেন ৫ উইকেট। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম জয়।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ