৩ রানে ৫ উইকেট!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিধ্বংসী বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন সোহেল তানভির। ৪ ওভারের স্পেলে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নেন এই পাকিস্তানি পেসার। তার রেকর্ডগড়া বোলিং পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ সময় বুধবার সকালে বার্বাডোজ ট্রাইডেন্টসকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে গেল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

ব্রিজটাউনের কিংস্টন ওভালে আগে ব্যাটিংয়ে নামা অ্যামাজন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে সোহেল তানভিরের বোলিং তোপের মুখে পড়ে ১৩.৪ ওভারে ৫৯ রানে গুটিয়ে যায় বার্বাডোস।

নিজের প্রথম স্পেলে ৩ ওভার বোলিং করার পথে ১৪ বলের ব্যবধানে চার আন্তর্জাতিক ক্রিকেটার কেন উইলিয়ামসন, ডোয়াইন স্মিথ, এউইন মরগ্যান এবং কিয়েরন পোলার্ডকে আউট করে বার্বাডোজের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তানভির। স্মিথ ছাড়া বাকি তিনজনই শূন্য রানে আউট হন। পরের স্পেলে স্বদেশি ওয়াহাব রিয়াজকেও শূন্য রানে সাজঘরে পাঠান এই পাকিস্তানি পেসার।

চার ওভার শেষে সোহেল তানভিরের বোলিং ফিগার গিয়ে দাঁড়ায়- ৪-১-৩-৫। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট নেয়ার উদাহরণ। অন্যদিকে চার ওভারের স্পেলে তৃতীয় মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়েন এই বাঁহাতি পেসার।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top