জিতবে কে? বাংলাদেশ না অস্ট্রেলিয়া, শেষ হাসি কার, মুশফিক, সাকিব, মিরাজের, নাকি স্মিথ-ওয়ার্নারের। জিততে হলে অস্ট্রেলিয়ার করতে হবে ৭৮ রান। বাংলাদেশের নিতে হবে আরও ৫টি উইকেট। ব্যাটিং করছেন মাথু ওয়েড ও ম্যাক্সওয়েল। আজ আউট হয়ে ফিরে গেছেন ওয়ার্নার, স্মিথ ও হ্যান্ডকম্ব। আউট হওয়ার আগে ওয়ার্নার করেন ১১২ রান, স্মিথ করেন ৩৭ রান। আর হ্যান্ডকম্ব করেন ১৫ রান। ওয়ার্নার-স্মিথের উইকেট নিয়েছেন সাকিব আর হ্যান্ডকম্বকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। দ্রুত তিন উইকেট তুলে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান।
উল্লেখ্য, জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য নিয়ে ২৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ সেই চাপ কাটিয়ে তৃতীয় দিন শেষ করেন। তৃতীয় উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষ করেন তারা।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি