২৬৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে জয়ের জন্য ২৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হয়।

এতে আগের ৪৩ রানের লিডসহ অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ২৬৫ রানের।

এর আগে তামিম ইকবালের পর ব্যাটিংয়ে মুশফিকুর রহিম আশার আলো দেখালেও দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়েছেন তিনি।

মুশফিকের পর সাজঘরে ফিরেছেন নাসির হোসেন ও সাব্বির রহমান।

এর আগে মঙ্গলবার ১ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা।

তৃতীয় দিনের শুরুতেই তাইজুলকে ফেরান নাথান লায়ন। তাইজুল ৪ রান করে লেগ বিফোরের শিকার হন।

এদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। মাত্র ২ রান করে স্লিপে ক্যাচ দেন আগের ইনিংসে ০ রান করা ইমরুল।

ইমরুল ও সৌম্য ব্যর্থ হলেও নিজের ২৪তম অর্ধশতক তুলে নেন তামিম। টেস্টে এর আগে বাংলাদেশের হয়ে আর একজন ব্যাটসম্যানের ২৪টি অর্ধশতক রয়েছে। তিনি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তামিম ইকবালের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। তাদের জুটিতে আসে ৬৮ রান। ব্যক্তিগত ৭৮ রানে পেট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। সাকিবও বেশিদূর যেতে পারেননি। মাত্র ৫ রান করে লায়নের বলে কামিন্সের হাতে ধরা পড়েন।

সাকিব ফিরে গেলেও সাব্বিরকে সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বাড়াতে থাকেন মুশফিক। তবে মুশিও ব্যক্তিগত ৪১ রান করে রানআউটের শিকার হন। মুশফির পর দ্রুতই সাজঘরে ফেরেন নাসির হোসেন।

অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া নাসির কোনো রান না করেই অ্যাস্টন আগারের বলে আউট হন। পরের ওভারেই সাজঘরে ফেরেন সাব্বির রহমান। সাব্বির ২২ রান করে লায়নের বলে আউট হন। লায়নের ৫ম শিকার শফিউল ইসলাম। শফিউল ৯ রান করে আউট হন।

রোববার সফরকারীদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২৬০ রান করেছিল বাংলাদেশ।

সাকিব ৮৪ এবং তামিম ৭১ রান করেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে সাকিব ও মিরাজের ঘূর্ণিতে মাত্র ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ম্যাট রেনশ ৪৫, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, পেট কামিন্স ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ এবং অ্যাস্টন আগার ৪১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট লাভ করেন।

৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার। মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন এ বামহাতি ওপেনার।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top