স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে ধসিয়ে লিড পেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে লিড পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার তাদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়েছে। এতে ৪৩ রানের লিড পেয়েছে টাইগাররা।

একটা সময় হাহাকার ছিল। বাংলাদেশ নিজেদের মাটিতে খেলে হোম কন্ডিশন কাজে লাগাতে পারে না বলে। টাইগাররা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার কথা চিন্তা করে ফ্ল্যাট উইকেট বানিয়ে নিজেরাই রানপাহাড়ে চাপা পড়েছে অনেকবার। তবে দিন বদলেছে। গত অক্টোবরে ইংল্যান্ড সিরিজে সেটার প্রমাণও মিলেছে। নিজেদের শক্তি বুঝে স্পিনিং উইকেট বানিয়ে সাফল্য এসেছে। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেই রূপ দেখিয়েছে বাংলাদেশ।

ঢাকা টেস্টে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংসে অল্প রান করেও ৪৩ রানের লিড পেলো বাংলাদেশ। আর এই ক্ষেত্রে বাহবা দিতে হবে বাংলাদেশের স্পিনারদের। কেননা, তাদের কল্যাণেই এই রানের লিড পাওয়া সম্ভব হয়েছে। বিশেষ করে সাকিব আল হাসান- মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মেরুদণ্ড ভেঙ্গে যায় সফরকারীদের। আর তাদের সাথে তাইজুলের ঘূর্ণিও বেসামাল করে দেয় তাদের।

আগের দিন বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। দলীয় ১৪ রানে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (৮) ,উসমান খাজা (১) ও নাইটওয়াচ ম্যান হিসেবে ক্রিজে আসা নাথান লায়ন (০)। শেষপর্যন্ত ১৮ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিনশেষ করেছে স্মিথবাহিনী।

আজ (সোমবার) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপর ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে দুর্দান্ত এক ডেলিভারিতে এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৩৩ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন হ্যান্ডসকম্ব।

সকালের দিকে সাকিবের বলে রেনশ\’র ক্যাচ উঠলেও বেখেয়েলি সৌম্য সেটা আটকাতে পারেনি। সময় গড়ার সাথে সাথে রেনশ যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল ঠিক তখনই সেই সাকিবের বলেই রেনশ\’র(৪৫) ক্যাচ নিলেন সৌম্য সরকার।

আগের দিন সংবাদ সম্মেলনে ৫০তম টেস্ট খেলা সাকিব আল হাসান বলেছিলেন, আজ সকালে স্মিথকে ফেরানোই হবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। সাকিবের সেই কথা রাখলেন মেহেদী হাসান মিরাজ। অসাধারণ এক ডেলিভারিতে পরাস্ত করলেন টেস্টের সেরা ব্যাটসম্যান স্মিথকে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৬০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। বলতে গেলে তামিম ইকবাল ও সাকিব আল হাসান ছাড়া অজি বোলারদের সামনে আর দাঁড়াতে পারেননি কেউই।

দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সকালটা শুরু হয়েছিল বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে। দলীয় ১০ রান তুলতে শুরুতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৮ রানে কামিন্সের বলে হ্যান্ডসকম্বের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে ফিরে সৌম্য সরকার। সৌম্যের বিদায়ের পর ব্যক্তিগত রানের খাতা না খুলতেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস(০) ও সাব্বির রহমান(০)।

৩ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব-তামিম। তিন উইকেটের ধাক্কা সামলিয়ে তামিম-সাকিবের জুটিতে এসেছে ১৫৫ রান। ব্যক্তিগত ৭১ রানে ম্যাক্সওয়েলের বলে ওয়ার্নারের তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন তামিম। তামিমের বিদায়ের পর ব্যক্তিগত ৮৪ রানে সেঞ্চুরির আশা জাগিয়ে নাথান লায়নের শিকার হন সাকিব আল হাসান। দলীয় ১৯৮ রানে মুশফিকের বিদায়ে ফের ব্যাকফুটে টাইগাররা।
মুশফিকের বিদায়ের পর নাসির-মিরাজে আশা দেখালেও ৪২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৮ রানে নাথানের শিকারে মাঠ ছাড়েন মিরাজ। দলীয় ২৪৬ রানে অ্যাস্টন আগারের বলে প্যাভিলিয়নে ফিরে যান নাসির হোসেন। নাথান লায়নের দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়ে মিরাজও।

এরপর চার রানে সাজঘরে ফেরেন তাইজুল। অ্যাস্টন অ্যাগারের বলে বলে হ্যাজেলউডের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৩ রান। এতেই ২৬০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শূন্য রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

 

Scroll to Top