সাকিব-তামিমকে টুপিখোলা অভিনন্দন জানালেন লায়ন

শুরুতেই তুলে নিয়েছে টপ অর্ডারের তিনটি উইকেট। মাত্র ১০ রানেই। শেষটাও মন্দ নয়। শেষ ৪টি উইকেট অস্ট্রেলিয়া পেয়েছে মাত্র ২০ রানে। এমন দিনের পরও কিছুটা পিছিয়ে অস্ট্রেলিয়া। আর থাকবেই না কেন। মাঝে যে কাব্যিক এক জুটি গড়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এমন এক জুটি গড়ার পর তাদের অভিনন্দন দিতেও ভুলেননি অজি দলের সেরা স্পিনার নাথান লায়ন। টুপি খোলা অভিনন্দনই জানালেন সাকিব-তামিমকে।

চার ওভারে তিন উইকেট খুইয়ে যখন শঙ্কা আরও বড় বিপর্যয়ের, তখন দলের হাল ধরেন সাকিব ও তামিম। অপর প্রান্তে তখন খুনে মেজাজেই ছিলেন প্যাট কামিন্স। কিন্তু ধারার বিপরীতে সাবলীল ব্যাটিং করলেন সাকিব। কিছুটা খোলসে ঢুকলেও ধীরে ধীরে সরূপে ফিরে আসেন তামিমও। গড়লেন ১৫৫ রানের দারুণ এক জুটি। আর সেই জুটিতে মান রক্ষাতো বটেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।

সাকিব-তামিমের এমন বীরত্বপূর্ণ ইনিংসের প্রশংসাটা লায়ন করলেন প্রান খুলেই, ‘তারা দুইজনই সাহসিকতার সঙ্গে ব্যাটিং করেছেন। ম্যাচটি বের করে নিয়েছে তারা যা তাদের এই কন্ডিশনে করা উচিত ছিল। তাদের ক্রেডিট দিতেই হবে। তারা খুবই ভালো খেলোয়াড়। দৃষ্টিনন্দন কিছু শট খেলেছে এবং ম্যাচ বের করে নিয়েছে। টুপি খোলা অভিনন্দন তাদের।’

ইনিংসের গোড়াপত্তন করতে নামা তামিম এদিন খেলেন ৭১ রানের ইনিংস। আউট হয়েছেন অনিয়মিত স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের বলে। তামিম আউট হলেও সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন সাকিব। তবে নাথান লায়নের লাফিয়ে ওঠা বলে স্মিথের হাতে ক্যাচ দিতে বাধ্য হন বিশ্বসেরা অল রাউন্ডার।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top