শেরেবাংলা স্টেডিয়ামের নতুন মাইলফলক, ছাড়িয়ে গেল লর্ডসকেও!

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি পায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এর পর ধীরে এই স্টেডিয়ামই হয়ে গেছে দেশের ক্রিকেটের মূল ভেন্যু। প্রায় এক যুগের বেশি সময় এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হচ্ছে। হয়েছে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশ্বকাপ ক্রিকেটও। এ স্টেডিয়ামই আজ নতুন একটি মাইলফলক গড়েছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়েছে এই স্টেডিয়ামে।

আজ রোববার অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ দিয়েই নতুন রেকর্ড হয়। শেরেবাংলায় এখন পর্যন্ত ১৬টি টেস্ট, ৯৮টি ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি আয়োজন হয়।

এই মাঠে প্রথম আন্তর্জাতিক আয়োজন হয় ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সেটি ছিল ওয়ানডে। পরের বছর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের আয়োজন হয় এই স্টেডিয়ামে।

তবে একটি ক্ষেত্রে এই স্টেডিয়াম ক্রিকেটের ‘মক্কা’ হিসেবে খ্যাত লর্ডসকেও ছাড়িয়ে গেছে। লর্ডসে এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ আয়োজন হয়েছে ৬০টি, সেখানে শেরেবাংলায় ৯৮টি। টি-টোয়েন্টিতেও ঢাকার মাঠটি এগিয়ে। লর্ডসে মাত্র আটটি, শেরেবাংলায় ৩৬টি ম্যাচ আয়োজন হয়।

মূলত ফুটবলের জন্য নির্মিত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ক্রিকেটকে দিয়ে দেওয়া হয় ২০০৫ সালে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর জিম্বাবুয়ে-বাংলাদেশ ম্যাচ শুরু হয় আন্তর্জাতিক পথচলা। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এই স্টেডিয়ামকে এনে দেয় অনন্য মর্যাদা। সে ধারাবাহিকতায় ভবিষ্যতে হয়তো আরো গুরুত্বপূর্ণ ম্যাচ আায়োজন হবে এই মাঠে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এঅর্থে

Scroll to Top